ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আজ বহরপুরে আসছে ব্যারিস্টার সুমন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০৪-১৮ ১৭:৫১:৩৭

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ, ক্রীড়াপ্রেমী, ক্রীড়া সংগঠক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আজ ১৯শে এপ্রিল দুপুর ৪টায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর রেলস্টেশন সংলগ্ন ঐতিহ্যবাহী বহরপুর রেলওয়ে মাঠে আসছেন।
 বি.এন.বি.এস আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি বহরপুরের আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সুমন একাডেমী বনাম মাগুরা জেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করবে।
 গতকাল ১৮ই এপ্রিল রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি নিজেও তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান।
 বি.এন.বি.এস আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাজী শহিদুল ইসলাম(সাহিদ) এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ব্যারিস্টার সুমন একাডেমির হয়ে ফুটবল খেলবেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
 এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউজ্জামান চৌধুরী টিটু, বালিয়াকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আলমগীর হোসেন, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মোঃ এহসানুল হাকিম সাধন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
 বি.এন.বি.এস আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন শুক্রবার বিকাল ৩টায় ঐতিহ্যেবাহী বহরপুর রেলওয়ে মাঠে ফুটবল খেলতে আসবে। এই প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মাগুরা জেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করবে। আমরা ইতিমধ্যেই খেলার মাঠটি প্রস্তুত করেছি। কাল রাজবাড়ী জেলা ও জেলার বাইরে থেকে কয়েক হাজার দর্শক ফুটবল খেলা দেখতে আসবে। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পূর্ন হয়েছে।
 রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা) বলেন, বহরপুর রেলওয়ে মাঠে ব্যারিস্টার সুমন তার একাডেমি নিয়ে ফুটবল খেলতে আসবে। এ খেলায় হাজার হাজার দর্শক হবে। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। খেলার মাঠ সহ আশপাশের এলাকা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে ৪স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ