ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
আমিরাতে জনতা ব‍্যাংক এবং রেমিটেন্স যোদ্ধা
  • আব্দুল হক
  • ২০২০-১০-০৯ ১৪:১৫:৪০

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। এই রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রেমিটেন্সের। প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। 
  ‘মাদার অব হিউম্যানিটি’ পদকে ভূষিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার প্রবাসীদের জন্য অনেক কিছু করেছেন। যেমন- প্রবাসী ব‍্যাংক, প্রবাসীদের দেশে বিনিয়োগ করার সুযোগ, সিআইপি হওয়ার ব‍্যবস্থা, রেমিটেন্স ফি কমানো, প্রতি লাখে ২হাজার টাকা করে প্রণোদনা দেয়া ইত্যাদি। এসব কারণে মহামারী করোনা পরিস্থিতির মধ্যেও রেমিটেন্স অনেক বৃদ্ধি পেয়েছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। সংযুক্ত আরব আমিরাতে ১০ লক্ষের উপরে বাংলাদেশী আছে। কেউ ব‍্যবসা করে, কেউ চাকুরীতে নিযুক্ত। এদের জন্য আমিরাতের জনতা ব‍্যাংক বিরাট ভূমিকা রাখতে পারে। আমিরাতের আবুধাবী, আল-আইন, দুবাই ও শারজায় জনতা ব‍্যাংকের ৪টি শাখা রয়েছে। এই ৪টি শাখায় বাংলাদেশীদের একাউন্ট আছে মাত্র ১৬ হাজারের মতো। অথচ সবার না থাকলেও বেশীর ভাগ বাংলাদেশীদের বিভিন্ন ব্যাংকে একাউন্ট আছে। এদেরকের জনতা ব‍্যাংক মুখী করতে হবে। অর্থ মন্ত্রী আমিরাতে এসে দেখে-শুনে একটা উপায় বের করতে পারেন। জনতা ব‍্যাংকের ৪টি শাখার কর্মকর্তা ও বাংলাদেশী কমিউনিটির সাথে বসতে পারেন। যদি ১০ লাখের মধ্যে তিন ভাগের এক ভাগও ব‍্যাংকে আসে তাহলে আরো কয়েকটি শাখা খোলার সুযোগ হবে এবং রেমিটেন্সও অনেক বৃদ্ধি পাবে। ফলে দেশের অর্থনীতি মজবুত হবে। আরব আমিরাতের যেসব বাংলাদেশীরা জনতা ব‍্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠায় ব‍্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাদেরকে সহযোগিতা করে থাকেন। জনতা ব‍্যাংকের প্রতি অনুরোধ থাকবে আমিরাতের বাংলাদেশী ব‍্যবসায়ী, বিশেষ করে ক্ষুদ্র ব‍্যবসায়ীদের ব‍্যবসা প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করে তাদের জন্য ঋণের ব্যবস্থা করা। এমনভাবে ঋণ দিতে হবে যাতে তারা ঋণ খেলাপী না হয়। তাছাড়া চাকুরীজীবীদের ব‍্যাপারেও ব‍্যাংক চিন্তা-ভাবনা করতে পারে। তবে তাদের কাছ থেকে অবশ্যই গ্যারান্টি নিতে হবে। অবশ্য জনতা ব‍্যাংকে এই কার্যক্রম চালু আছে। এর পরিসর বাড়াতে হবে। এতে ফলে ব‍্যাংকের কার্যক্রমও গতিশীল হবে। বাংলাদেশীরাও আরো উপকৃত হবে। তবে এটাও ঠিক, অনেকে ঋণ নিয়ে ফেরত না দিয়ে ব‍্যাংককে বেকায়দায় ফেলেছে। তার জন্য ব‍্যাংককে আইনী লড়াই চালাতে হচ্ছে। এ জন্য ব্যাংকে সাবধানতা অবলম্বন করে এগিয়ে যেতে হবে। রেমিটেন্স যোদ্ধাদের কীভাবে আরো সহযোগিতা করা যায় তা বিবেচনায় রাখতে হবে। সরকারকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। লেখক পরিচিতি ঃ সাবেক ব্যাংকার ও আমিরাত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। 

 

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলেন প্রতিনিধি দল
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
সর্বশেষ সংবাদ