সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখী উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ই এপ্রিল সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গণে এই উৎসবকে সাজানো হয় ভিন্ন ভিন্ন আয়োজনে।
বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করে। বাংলার চিরায়িত ঐতিহ্য ধারণ করে বৈশাখের নাচ, গান, কৌতুক, লালন গীতি, পুঁথি, পান্তা-ইলিশসহ নানা দেশীয় খাবারের সমারোহ ঘটে এই উৎসবে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, দেশের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে ও প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলার চিরায়িত ইতিহাস ঐতিহ্য প্রসঙ্গে ধারণা দিতে এই আয়োজন।
তিনি প্রবাসী বাংলাদেশীদের বিদেশে বাংলাদেশের মান অক্ষুন্ন রাখার পাশাপাশি আমিরাতের আইন-কানুন মেনে চলারও পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ তারেক আহমেদ বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশের চিরন্তন উৎসব, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। পহেলা বৈশাখ আমাদের আপন শিকড়ের প্রাণশক্তিতে উজ্জীবিত হওয়ার দিন, বাঙালির প্রাণের উৎসবের দিন।
তিনি প্রবাসী বাংলাদেশীদের স্থানীয় আইন-কানুন এবং নিজেকে সুনাগরিক হিসেবে মেনে চলার অনুরোধ জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম সচিব(প্রেস) মোহাম্মদ আরিফুর রহমান।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে মাতিয়ে তোলেন শিল্পীরা। শিল্পীরা নানা পরিবেশনার মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা করেন উপস্থিত প্রবাসীদের। অনুষ্ঠানে বৈশাখের নাচ, গান, কৌতুক, লালন গীতি, পুঁথি ছাড়াও ৮০ দশকের চলচ্চিত্রের সৃজনশীল গানের পরিবেশনা সকলের হৃদয় ছুঁয়ে যায়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সহধর্মিনী মিসেস উম্মে রুম্মান, কনসাল জেনারেলের সহধর্মিনী লুৎফুন্নাহার তানিয়া, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, আবদুস সালাম তালুকদার, প্রকৌশলী আব্দুস সালাম খাঁন, মোঃ আব্দুল কুদ্দুস, দুবাই আল আবির বিজনেস এসোসিয়েশনের সহ-সভাপতি সিআইপি নজরুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই সভাপতি সিআইপি হাজী আব্দুল করিম, বাংলাদেশ সমিতির প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, এম এ বাশার, সিআইপি মোহাম্মদ ইব্রাহিম, কুলাউড়া সমিতি ইউএই সভাপতি আব্দুল লতিফ, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব(প্রেস) মোঃ আরিফুর রহমান, কাউন্সিলর(শ্রম) মোঃ আব্দুস সালাম, দূতালয় প্রধান আশফাক হোসাইন, প্রথম সচিব(শ্রম) শাহানাজ পারভীন, দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহিরসহ কনস্যুলেটের অন্যান্য সিনিয়র কর্মকর্তা, কূটনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ দুই শতাধিক বাংলাদেশি শ্রমিক উপস্থিত ছিলেন।