ইউ.এ.ই যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যাগে
মহান স্বাধীনতা দিবস এবং ঈদ পুনর্মিলনী
॥দুবাই থেকে ওবায়দুল হক মানিক॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সংযুক্ত আরব আমিরাত(ইউ.এ.ই) কেন্দ্রীয় কমিটির উদ্যাগে ৫৪তম মহান স্বাধীনতা জাতীয় দিবস এবং ঈদ পুনর্মিলনী গত ১৩ই এপ্রিল দুবাইয়ের দেরায় মার্কোপলো হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইউ.এ.ই কেন্দ্রীয় যুবদল নেতা সরকার আহাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও দুবাই বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ্ব মোঃ রফিকুল আলম রফিক উপস্থিত ছিলেন।
যুবদল নেতা এম.আর সজীব গাজী ও আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে ইউ.এ.ই বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক শাহেদ আহমেদ রাসেল এবং বিশেষ অতিথি হিসেবে যুবদল নেতা ইউ.এ.ই ও ইউ.এ.ই বিএনপির সদস্য বাবু নীল রতন দাস ও দুবাই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন বক্তব্য রাখেন।
এ সময় দুবাই শ্রমিক দলের সভাপতি ইসমত আলী, তরিকুল ইসলাম, মোঃ আলী সোহেল, সেলিম আজাদ মুন্না আবুল কালাম ইকবালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুবাই বিএনপি এবং বিভিন্ন ইউনিট কমিটির সিনিয়র নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবদল এবং প্রাদেশিক কমিটির নেতৃবৃন্দর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।