মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ১লা মে সকালে শহরের আজাদী ময়দানে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
রাজবাড়ী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডঃ রনজু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা এডঃ মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান, রাজবাড়ী সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সৈয়দ আহম্মেদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান ও জেলা কর্ম পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন বক্তব্য রাখেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মোঃ কবির উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার সহকারী সেক্রেটারী মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা মোঃ জনি বিশ্বাস, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকরা আমাদের দেশে নির্যাতিত হচ্ছে। শ্রমিকরা আজও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আজকে শ্রমিক দিবস থেকে দাবী জানিয়ে বলতে চাই শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে। শ্রমিকদের মৌলিক অধিকার দিতে হবে। শ্রমিকরা কোন দূর্ঘটনায় পতিত হলে ক্ষতিপূরণ দিতে হবে, রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অবাধ স্বাধীনতা দিতে হবে।