ঢাকা শুক্রবার, মে ২, ২০২৫
মহান মে দিবসে রাজবাড়ীতে জেলা বিএনপি’র র‌্যালী ও শ্রমিক সমাবেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-০১ ১৮:২২:২২

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজবাড়ী শহরে র‌্যালী ও শ্রমিক সমাবেশ করেছে জেলা বিএনপি।
 গতকাল ১লা মে দুপুর সোয়া ১২ টায় জেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের পান্না চত্বর হয়ে পৌরসভার সামনের থেকে ঘুরে রেলগেট হয়ে বাজার প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
 র‌্যালীতে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এডভোকেট কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা বিএনপির সদস্য ও জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালাম মিয়া, জেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল জলিল শেখ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ জেলা বিএনপি ও শ্রমিকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
 পরে দলীয় কার্যালয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এডভোকেট কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হারুন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি মোঃ শওকত সিরাজ, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোাঃ নিজাম উদ্দিন শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
 সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা মুক্তভাবে শ্রমিক দিবস পালন করতে পারিনি। শ্রমিক সমাবেশ করতে পারিনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকার পতনের মাধ্যমেই আমাদের এই সুযোগটা তৈরি হয়েছে। মূলত এই প্রোগ্রামটা আমাদের শ্রমিকদের নিয়ে। শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সবসময় কাজ করেছে। শ্রমিকরা আমাদের দেশের সম্পদ। তারা মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু মালিকরা তাদের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করছে। আমরা আজকের এই দিনে বলতে চাই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। কোন কিছু থেকে তাদের বঞ্চিত করা যাবে না। শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করতে হবে।
 

মহান মে দিবসে রাজবাড়ীতে জেলা বিএনপি’র র‌্যালী ও শ্রমিক সমাবেশ
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে ----খৈয়ম
রাজবাড়ী জেলা বিএনপির বাংলা নববর্ষ উদযাপন
সর্বশেষ সংবাদ