ঢাকা শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে ----খৈয়ম
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-২৪ ১৬:৪৯:২৯

 রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা গতকাল ২৪শে এপ্রিল সন্ধ্যায় শহরের সজ্জনকান্দায় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। আলীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন। আলীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাদশার সঞ্চালনায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এ সবুর শাহিন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সমন্বয়কারী আব্দুর রকিব মেহেদী, জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক খন্দকার মাহফুজুর রহমান, জেলা জাসাসের সাবেক সভাপতি শেখ আব্দুর রউফ হিটু প্রমুখ বক্তব্য রাখেন।এছাড়াও কর্মী সভায় আলীপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ও সেক্রেটারীসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি কর্মীদের উদ্দেশ্য বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমরা একটি স্বাধীন বাংলাদেশে অবস্থান করছি, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অবস্থান করছি। গত ১৭ বছর আমরা অনেক নির্যাতন, নিপিড়নের শিকার হয়েছি। অনেক হামলা ও মামলার শিকার হয়েছি। আমি নিজেও জেল খেটেছি। আমার কর্মীরাও জেল খেটেছে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যেকটি নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। ভোট চুরি করে তারা জোরপূর্বক ক্ষমতায় থেকেছে। কিন্তু এখন সেটা আর হবে না। মানুষ এখন ভোট দিতে যাবে। উৎসব মূখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। সামনে নির্বাচন। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসতে হবে।

 

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে ----খৈয়ম
রাজবাড়ী জেলা বিএনপির বাংলা নববর্ষ উদযাপন
পহেলা বৈশাখে রাজবাড়ীতে বিএনপির আয়োজনে লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ