ঢাকা শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
রাজবাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১০-৩০ ১৬:৫৩:৩১

রাজবাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে গতকাল ৩০শে অক্টোবর সকাল ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে কালেক্টরেটের সম্মেলন কক্ষে উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
 রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেনের সঞ্চালনায় এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক চায়না ব্যানার্জী, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 উদ্যোক্তাদের উদ্দেশ্য জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন- “তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার নানাবিধ সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং উদ্যোগী মনোভাবই একটি সফল সমাজ ও শক্তিশালী অর্থনীতির ভিত্তি।”
 সমাবেশে তরুণ উদ্যোক্তাদেরকে ব্যবসায়িক পরিকল্পনা, উদ্যোগ ব্যবস্থাপনা ও সরকার প্রদত্ত সহায়তা গ্রহণে উৎসাহিত করা হয়।
 আলোচনা সভা শেষে অফিসার্স ক্লাব চত্বরে জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম ফিতা কেটে উদ্যোক্তা মেলা উদ্বোধন ও উদ্যোক্তাদের তৈরিকৃত বিভিন্ন স্টল তিনি ঘুরে ঘুরে দেখেন।

 

পাঁচুরিয়ায় জন্মান্ধ গফুর মল্লিকের হাতে তারেক রহমানের আর্থিক সহায়তা তুলে দিলেন রিজভী
রাজবাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত
 রাজবাড়ীতে আনসারে মৌলিক প্রশিক্ষণের চলমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে ডিসি
সর্বশেষ সংবাদ