ঢাকা শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের দায়িত্ব গ্রহণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-১০-৩০ ১৬:৫২:২৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস গতকাল ৩০শে অক্টোবর অপরাহ্নে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামানের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। 
 এর আগে সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসকে ফুলেল শুভেচ্ছা জানান।
 জানা গেছে, ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাথী দাসের বাড়ি ঢাকা জেলার দোহা উপজেলায়। গোয়ালন্দে যোগদানের পূর্বে তিনি মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
 দায়িত্ব গ্রহণের পর সাথী দাস বলেন, আমি সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। গোয়ালন্দের মানুষকে নিয়ে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ার জন্য কাজ করব। আমার দরজা সবসময় খোলা থাকবে। 
 তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষ্যে তিনি কাজ করবেন। এ ছাড়াও তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও শিক্ষার প্রসারে অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

 গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের দায়িত্ব গ্রহণ
 রাজবাড়ীতে মৃত্যুবরণকারী ও গুরুতর আহত ৪জন সরকারী কর্মচারীর মাঝে অনুদানের চেক বিতরণ
 খানখানাপুরে ৩১দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ