ঢাকা শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
খানখানাপুরে ৩১দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১০-৩০ ১৬:৫১:৪৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠা, সম্প্রীতিমূলক রাষ্ট্রস্বত্বা, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের সুরাজ মোহিনী ইনস্টিটিউটের মাঠে গতকাল ৩০শে অক্টোবর সকাল ১০টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 রাজবাড়ী সদর ও পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠন এ মতবিনিময় সভার আয়োজন করে।
 সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ আসলাম মিয়া। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী।
 বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া ও যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু বক্তব্য রাখেন।
 রাজবাড়ী সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মজিবর রহমান শেখ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা মজি, রাজবাড়ী পৌর বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুর রব মুন্সি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

 গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের দায়িত্ব গ্রহণ
 রাজবাড়ীতে মৃত্যুবরণকারী ও গুরুতর আহত ৪জন সরকারী কর্মচারীর মাঝে অনুদানের চেক বিতরণ
 খানখানাপুরে ৩১দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ