ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬
প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি ইউএসএ ইনকের আলোচনা সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১০-৩০ ১৬:৫১:২৩

 প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি, ইউএসএ ইনক এর কার্যকরী কমিটির আলোচনা সভা গত ২৫শে অক্টোবর জামাইকা হিলসাইড এভিনিউ ফালগুনি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
 আলোচনা সভায় সভাপতিত্ব করেন এডভোকেট মাহাবুবার রহমান বকুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রাকিবুজ্জামান খান তনু।
 আলোচনার শুরুতে কমিটির পক্ষ থেকে কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠান এবং অভিষেক করা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।  
 সভায় সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ডিসেম্বরের  মাঝামাঝি সময়ে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। এছাড়াও সভায় উপস্থিত নেতৃবৃন্দ সারা বিশ্বে বসবাসকারী প্রায় দেড় কোটি প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। 
 নেতৃবৃন্দ প্রবাসীদের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দেশে সকল প্রবাসীদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে “প্রবাসী সুরক্ষা আইন” নামক একটি বিশেষ আইন, প্রবাসী বিশেষ ট্রাইব্যুনাল নামক বিশেষ আদালত, বিমান বন্দরে দ্রুত বিচার নিষ্পত্তির দাবীতে মোবাইল কোর্ট ব্যবস্থাসহ বিভিন্ন দাবী নিয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য প্রদান করেন।
 উপদেষ্টা মন্ডলীর সদস্য কমিউনিটি এক্টিভিষ্ট নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের একাধিক বারের সভাপতি ডাঃ আব্দুল লতিফ বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে আরো শক্তিশালী ভুমিকা পালন করতে হবে।
 এডভোকেট মোঃ সামিউল করিম আলমগীর সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ব্যক্ত করেন।
 কমিউনিটি এক্টিভিষ্ট ও কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম অভিমত ব্যক্ত করে বলেন, সহজ শর্তে সকল প্রবাসীকে ভোটাধিকার নিশ্চিত করা হোক। 
 সভায় সহ-সভাপতি এডভোকেট মোহাম্মাদ আলী বলেন, প্রবাসীরা ভোটাধিকারের পাশাপাশি তারা যেন দেশের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক ভাবে অংশগ্রহণ করতে পারে, সে রূপ ব্যবস্থা থাকতে হবে।
 সহ-সভাপতি এডভোকেট কামাল উদ্দিন বলেন, প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা হিসাবে যে সম্মান পাওয়া উচিত সে রূপ সম্মান পাওয়ার দাবী করেন দেশবাসীর নিকট।
 সভাপতি এডভোকেট মাহাবুবার রহমান বকুল এবং সাধারণ সম্পাদক মোঃ রাকিবুজ্জামান খান তনু উভয়েই শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সবার মতামত সাদরে গ্রহণ করেন।
 সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য দিলীপ কুমার সাহা, মোঃ আলাউদ্দিন, একেএম জহুরুল ইসলাম, মোহাম্মাদ আবুল, মমিনুল ইসলাম সুমন, মোঃ আমিনুল ইসলাম মুছা, আশরাফুল ইসলাম, মোস্তফা কামাল, খন্দকার মিজানুর রহমান, মহাব্বত আলী, মোঃ শহিদুল ইসলাম, টগর ও বাবুল শেখ প্রমুখ বক্তব্য রাখেন।

কাতারের দোহায় আকাশ মিডিয়া ভুবন স্টার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান
নিউইয়র্কে জমকালো আয়োজনে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন
 প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি ইউএসএ ইনকের আলোচনা সভা
সর্বশেষ সংবাদ