ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬
কাতারের দোহায় আকাশ মিডিয়া ভুবন স্টার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান
  • কাতার থেকে ই এম আকাশ
  • ২০২৫-১২-৩১ ১৩:৪৮:৩৪

কাতারে বিজয়ের মাসে দোহায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আকাশ মিডিয়া ভুবন স্টার অ্যাওয়ার্ড-২০২৫।
 আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আকাশ মিডিয়া ভুবনের ১৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ১৫ই ডিসেম্বর রাতে অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন দেশীয় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ দূতাবাসের পলিটিকাল কাউন্সিলর মোহাম্মদ বারিকুল ইসলাম সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন। 
 আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ইএম আকাশের সভাপতিত্বে এ সময় সম্মাননা জানানো হয় বাংলাদেশের সঙ্গীত শিল্পী সায়িদ শহীদ, ভারতীয় শিল্পী তৈবুর রহমান, নেপালী শিল্পী সানাম সঙ্গীতা লিমা, পাকিস্তানি শিল্পী মোহাম্মদ আলী, শ্রীলংকান শিল্পী ঈসানি ফঞ্চিকা এবং কুমুদ ফঞ্চিকা, প্রবাসী বাংলাদেশি ব্যান্ড বৈশাখী ও বেশ কয়েকজন মডেল। তারা হলেন- সুজানা খান, সোহানা খান ও তানিয়া জান্নাত প্রমুখ।
 অনুষ্ঠানে কাতারে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণী ব্যক্তিদেরকে সম্মাননা জানানো হয়। এ সময় যাদের হাতে স্টার অ্যাওয়ার্ড ২০২৫ তুলে দেওয়া হয়, তাদের মধ্যে ছিলেন আব্দুল মতিন পাটোয়ারী, মোহাম্মদ মানিক রহমান, হাসান আহমেদ, শাহিন আহমেদ, ড. সাদ,  আশফাক জামান লিংকন, নাতাশা খন্দকার  অধ্যাপক আত্মার, ড. অমিত খন্দকার, মোহাম্মদ রাকিবুল হাসান, কাজী আরিফুল ইসলাম,  হাসান আহম্মদ, শাহীন আহাম্মদ, ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন, ইকবাল হোসেন রনি, শিপন আহমদ, ডক্টর কুট্টি মেডিকেল সেন্টার, নাসিম মেডিকেল সেন্টার, শাকিব খান, বেলাল মিয়া,  শাহজালাল লিটন প্রমুখ।
 এছাড়াও সাংবাদিক হিসেবে তামীম রায়হান, ইউসুফ পাটোয়ারী লিংকন, সাখাওয়াত হোসেন সাগর ও হারুনুর রশিদ কোরাইশিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
 অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহমুদুল হাসান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাখাওয়াত হোসেন সাগর ও সহযোগী হিসেবে ছিলেন মোহাম্মদ ইসমাইল খান ও মুন্না মাহামুদ ভূইয়া।

কাতারের দোহায় আকাশ মিডিয়া ভুবন স্টার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান
নিউইয়র্কে জমকালো আয়োজনে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন
 প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি ইউএসএ ইনকের আলোচনা সভা
সর্বশেষ সংবাদ