ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬
নিউইয়র্কে জমকালো আয়োজনে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১২-০৩ ১৪:২৩:৩৪

.প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি ইউএসএ ইনকের “থ্যাঙ্কস গিভিং ডে সেলিব্রেশন” উপলক্ষে গত ২৭শে নভেম্বর নিউইয়র্কের জামাইকা খলিল বিরানী হাউজে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডঃ মাহাবুবার রহমান বকুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রাকিবুজ্জামান খান তনু।  
 অনুষ্ঠানের আহবায়ক ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট এবং বিশেষ পরিচিত মুখ মোঃ আব্দুস সালাম এবং সদস্য সচিব ছিলেন কমিউনিটির বিশেষ ব্যক্তিত্ব মোঃ শহিদুল ইসলাম।
 প্রধান অতিথি হিসেবে ডেমোক্রেটিস পার্টি কুইন্স কাউন্টি ডিস্ট্রিক্ট লিডার এ্যাটর্নি মঈন চৌধুরী বক্তব্য রাখেন।
 বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওয়াল্ড হিউম্যান রাইটস্ সভাপতি ডঃ রফিকুল ইসলাম এবং কমিউনিটি এক্টিভিস্ট সোসাইটির বাতিঘর হিসাবে পরিচিত মূলধারার রাজনীতিবিদ মোর্শেদ আলম।
 বিশাল কেক এবং টার্কি কাটার মধ্য দিয়ে থ্যাংস গিভিং ডে আয়োজন শুরু হয়। আয়োজনের শুরুতে এডভোকেট জাহেদুর রহমান মোল্লা থ্যাংস গিভিং ডে পালনের ঐতিহাসিক ঘটনা বিষয়ে আলোচনা করেন। এরপর উপস্থিত ব্যক্তিরা একে অপরের প্রতি ধন্যবাদ আদান প্রদান সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। থ্যাংস গিভিং ডে উপলক্ষ্যে সভাপতি এডভোকেট মাহাবুবার রহমান বকুল শুভেচ্ছা বক্তব্য রেখে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 প্রধান অতিথি এ্যাটর্নি মঈন চৌধুরী সংগঠনের মূল বিষয়বস্তু সহ থ্যাংস গিভিং ডে বিষয়ে আলোকপাত করেন।  
 সংগঠনের উপদেষ্টা এডঃ সাইদ মইন উদ্দিন জুনেল  সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে দেশে প্রবাসীদের কল্যাণে বিশেষ ট্রাইবুনাল গঠনের জোড়ালো দাবী জানান।
 সহ-সভাপতি এডভোকেট মোহাম্মাদ আলী বাংলাদেশ সরকারের নিকট দাবী রেখে বলেন, প্রবাসীদের ভোটাধিকারের সহ আমরা দেশে অবদান রাখতে চাই। রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে আমরা প্রবাসীরা অংশীদারিত্ব চাই। 
 সাধারণ সম্পাদক মোঃ রাকিবুজ্জামান খান তনু বলেন, দেশে প্রবাসীরা যাতে পূর্ণ নিরাপত্তা পান সে লক্ষ্যে “প্রবাসী সুরক্ষা মূলক বিশেষ আইন চাই, প্রবাসী বিশেষ ট্রাইবুনাল চাই, ঢাকা বিমান বন্দরের অনিয়ম দুর করার জন্য “মোবাইল কোর্ট ব্যবস্থা” চাই।
 সহ-সভাপতি মোহাব্বত আলী আকন্দ বলেন, দেশে সরকারের পালা বদল হয়, গত কুড়ি বছরে প্রবাসীদের কোন দাবী পূরণ হয় নাই। সহ-সভাপতি এডভোকেট কামাল উদ্দিন সিদ্দিক দেশের সরকারের নিকট দাবী রেখে বলেন, ঢাকা বিমান বন্দরে প্রবাসী হয়রানী বন্ধ করা হোক  এবং অতি সত্বর মোবাইল কোর্ট ব্যবস্থা চালু করা হোক। 
 যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ নজরুল ইসলাম, থ্যাংস গিভিং ডে উপলক্ষ্যে সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
 সভায় উপস্থিত অন্যান্যদের মধ্য এডঃ আবুল বাশার, এডঃ হুমায়ুন কবীর চৌ, এডঃ সাহাব উদ্দিন, এডঃ রেশমা ইয়াসমিন, এডঃ রোকশানা আক্তার, এডঃ জয়যিত আচার্য, এডঃ কাওসার পারভিন চৌধুরী, এডঃ নাসিমুল আক্তার, এডঃ শাহেদা আক্তার, এডঃ সাবু পাটোয়ারী, এডঃ জেসমিনা খানম, মোঃ হাসান, এডঃ মশিউর রহমান, এডঃ কামরুজ্জামান বাবু, এডঃ সেলিম, এডঃ তাজুল, এডঃ মাহাবুব আলম(বগুড়া), দিলীপ কুমার সাহা, আমিনুল ইসলাম মুছা, এডঃ তাহমিনা আক্তার সুইটি, এডঃ কোবরাতুন নেছা, এডঃ শাহ জালাল টগর, শহিদুল ইসলাম, খন্দকার মিজানুর রহমান ও রেজাউল কবীর বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে গান পরিবেশন করেন এডঃ টগর। পরে ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

 

কাতারের দোহায় আকাশ মিডিয়া ভুবন স্টার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান
নিউইয়র্কে জমকালো আয়োজনে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন
 প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি ইউএসএ ইনকের আলোচনা সভা
সর্বশেষ সংবাদ