আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজবাড়ী-১ আসনের প্রার্থী এডঃ নূরুল ইসলাম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
গতকাল ২৪শে অক্টোবর বিকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, সাইনবোর্ড, লঞ্চ ঘাট, ফেরী ঘাট ও বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মোঃ আলিমুজ্জামান আলি, জেলা নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডঃ মোঃ রন্জু বিশ্বাস গোয়ালন্দ উপজেলার সেক্রেটারী এডঃ মোঃ মোশারফ হোসেন, গোয়ালন্দ পৌরসভার সভাপতি মাওলানা জালাল উদ্দিন প্রামাণিক, দৌলতদিয়া ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ আবু সাঈদ ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু হানিফ খান প্রমুখ।


