রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ গতকাল ১৭ই মে বিকালে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ আর মাহমুদুল হক রোজেন।
সমাবেশে রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোসেলম উদ্দিন মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন খান, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খান মোঃ আইনুল হাবিব, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত সরদার, বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিরু, জেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম(মুজাহিদ), সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সি, শাজাহান আলী মাষ্টার, মোঃ শাজাহান মোল্লা, আব্দুর রহমান ভেন্ডার, হাসমত আলী মোল্লা, মোঃ আক্কাস মোল্লা, ঢাকা মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য মোঃ আজমীর হোসেন খান, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান জিল্লু, সদস্য সচিব ডাঃ জাকির হোসেন, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, যুবদল নেতা রফিকুল ইসলাম রকি, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক আহ্বায়ক শাহাদত হোসেন সাইফুল, কালুখালী উপজেলা জাসাসের সভাপতি মনিরুল ইসলাম মনির ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আতর বক্তব্য রাখেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে রতনদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হানিফ মন্ডল, বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর সরদার, ছাত্রদল নেতা মোঃ সবুজ ও মোঃ আসাদ মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রোজেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের একটি সর্ববৃহৎ শক্তিশালী দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন অত্যন্ত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং চৌকস নেতা। তার উত্তরসূরী রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু আপনাদের প্রিয় নেতা। তিনি শারীরিকভাবে অসুস্থ হলেও বর্তমানে আপনাদের দোয়ায় তিনি ভাল আছেন। আমি বিশ্বাস করি আপনারা সবাই তাকে ভালবাসেন। তার সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি আগামী নির্বাচনে রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন পাবেন এবং আপনাদের সাথে নির্বাচন করবেন। তাই দলের মধ্যে কোন গ্রুপিং না রেখে সবাই মিলে জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, এই দলে কোন আওয়ামী লীগের ঠাঁই হবে না। এমনকি আওয়ামী লীগ করেছে তাদের সাথে বিএনপি’র কোন নেতাকর্মী চলাফেরাও করতে পারবে না। এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতা কর্মীদের দলের নিয়ম-শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।