ঢাকা শুক্রবার, মে ২, ২০২৫
রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় প্রজন্মলীগ নেতাসহ ২জন গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-০১ ১৮:১৯:৫৯

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২জন নেতাকর্মীকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
 গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার বরাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভবদিয়া গ্রামের মোহাম্মদ আলী মোল্লার ছেলে মোঃ ফরিদ আলী মোল্লা(৪২)। সে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ও সদর উপজেলার খোলাবাড়ীয়া গ্রামের মৃত সুবল চন্দ্র সাহার ছেলে বিশ্বনাথ সাহা(৫৮)। সে পাচুরিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, গত ৩০শে এপ্রিল রাতে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় উল্লেখিত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দেশের শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে  ----- খৈয়ম
রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় প্রজন্মলীগ নেতাসহ ২জন গ্রেপ্তার
রাজবাড়ীতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী-আলোচনা সভা
সর্বশেষ সংবাদ