শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে মহান মে দিবস।
এরই অংশ হিসেবে রাজবাড়ীতে গতকাল ১লা মে সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।
জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
ফরিদপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের পরিদর্শক(সেইফটি) মোঃ ইসমাইলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, ফরিদপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের উপ মহাপরিদর্শক সৌমেন বড়ুয়া বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে জেলা এনজিও ফেডারেশনের সভাপতি ও এনজিও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু, রাজবাড়ী জেলা হোটেল মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গণেশ বিশ্বাস, গোল্ডেন জুট প্রোডাক্ট কারখানার প্রতিনিধি, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্যরা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুরের শ্রম পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম।
র্যালী ও আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, এনডিসি নাহিদ আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংকন পাল, মোঃ হাফিজুর রহমান, মোঃ আশিকুজ্জামান, মোঃ শাহেদ খান, মোঃ মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ ফিরোজ আল মামুন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ফরিদপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা, জেলা মাইক্রোবাস ও কার চালক সমিতির সদস্যরা, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের সুসম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষাসহ নানা বিষয়ে আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, মালিকের সাথে শ্রমিকদের সুসম্পর্ক থাকলে উভয়ের জন্যেই ভালো। যদি কোন মালিক তার ব্যবসা প্রতিষ্ঠানকে ভালো জায়গায় নিয়ে যেতে চায় তাহলে তার উৎপাদনশীলতা বাড়াতে হবে। এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্রমিকরা। কারণ মালিকরা শ্রমিকদের ওপর ভর করেই তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু মনের সংকীর্ণতার কারণেই মালিক ও শ্রমিকদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এজন্য আমাদের দেশের শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। তাদের মৌলিক অধিকারসহ কর্ম পরিবেশে তারা নিরাপত্তার অভাববোধ করে। শ্রমিকরা কিন্তু তাদের মালিকের জন্যই কাজ করে। শ্রমিকরা কাজ করে বলেই মালিকরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে বড় করতে পারছে। তাই এ দিবসে সকল মালিকদের উচিত শ্রমিকদের মূল্যটা বোঝা, তাদের সঠিক মূল্যায়ন করা।
জেলা প্রশাসক তার বক্তব্য শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিক-মালিক সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।