রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নে ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ই জুন বিকালে বানীবহ ইউনিয়নের বার্থা উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল ম্যাচের আয়োজন করে এলাকাবাসী।
বানীবহ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন খানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন আল আয়াত বিন উজ্জ্বল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক আই কে উজ্জ্বল হোসেন।
এ সময় অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, বানীবহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিন উদ্দিন মোল্লা, বানীবহ ইউপির সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি ও জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ফুটবল ম্যাচে ১-০ গোলে আর্জেন্টিনা সমর্থক দলকে হারিয়ে ব্রাজিল সমর্থক দল বিজয়ী হয়। পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।