ঢাকা রবিবার, আগস্ট ৩, ২০২৫
রাজবাড়ী শহরের ভবানীপুরে রেলওয়ের জমি থেকে অবৈধভাবে বালি বিক্রির পাঁয়তারা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৮-০২ ১৬:০৭:২০

 রাজবাড়ী শহরের ভবানীপুর ড্রাই আইস ফ্যাক্টরী এলাকায় বাংলাদেশ রেলওয়ের জমি থেকে অবৈধভাবে বালি বিক্রির পাঁয়তারা করছে স্থানীয় একটি চক্র।
 এ বিষয়ে কতিপয় ব্যক্তির রাজবাড়ী থানায় অভিযোগের প্রেক্ষিতে গত ১লা আগস্ট রাতে থানা পুলিশ বালি কাটা বন্ধ করে ভেকুর চাবি নিয়ে যায়।
 গতকাল ২রা আগস্ট সরেজমিনে ড্রাই আইস ফ্যাক্টরী এলাকায় গিয়ে দেখা যায়, রেলের পুকুরে বালি দিয়ে ভরাট করা। ওই বালি কেটে বিক্রির জন্য লিজ গ্রহিতা দাবীকারী স্থানীয় সোহেল এক্সকাভেটর(ভেকু) মেশিন এনে রেখেছে। গত ১লা আগস্ট রাতে ভেকু মেশিন দিয়ে কিছু বালি সেখান থেকে কেটেছে।
 সোহেল বলেন, গত ৫ই আগস্টের আগে এই জায়গায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকবর আলী মজির নেতৃত্ব স্থানীয় যারা আওয়ামী লীগ করে তারা এই রেলের পুকুরটা বালু দিয়ে ভরাট করে। তখন আমরা এলাকাবাসী এটা বাঁধা দিয়েছিলাম। কিন্তু তারা তখন ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের তখন হুমকি ধামকি দিয়ে এই পুকুর বালু দিয়ে ভরাট করে। এই পুকুরে স্থানীয় বাসিন্দারা গোসল করতো, কাপর-চোপর ধুইতো, এছাড়াও নিত্য প্রয়োজনীয় কাজে পুকুরের পানি ব্যবহার করতো। 
 গত ৫ই আগস্টের পর স্থানীয় আদিবাসী সমাজ আমাকে বলে পুনরায় এই পুকুরটা উদ্ধার করতে। কিন্তু আমার তো উদ্ধার করার ক্ষমতা নেই। আমি সর্বোচ্চ এই জায়গা রেলের থেকে লিজ নিতে পারি। তখন আমি টাকা দিয়ে এই রেলের থেকে লিজ নেই। পরে এলাকাবাসী তাদের স্বার্থে এই পুকুরটা উদ্ধার করার জন্য তারা বালি কাটার ব্যবস্থা করে। এই বালু কাটার বৈধতা আমি নেইনি, এটা এলাকাবাসী তাদের স্বার্থে নিয়েছে। তবে রেল কর্তৃপক্ষ থেকে তদন্ত এসেছিল। তারা অফিস আওয়ারে কাগজ নিয়ে অফিসে যেতে বলেছে।
 তিনি আরও বলেন, আমি রেল কর্তৃপক্ষের কাছ থেকে ভ্যাটসহ ৫ হাজার ৩৬৮ টাকা দিয়ে ভবানীপুর মৌজার জেএল নং-১১৯ এর ১৫ শতাংশ এই জায়গা ১বছরের লিজ নিয়েছি। রেল কর্তৃপক্ষ আমাকে ১-০১-১৪৩২ বাংলা সন থেকে ৩০-১২-১৪৩৩ বাংলা সন পর্যন্ত আমাকে লিজ দেয়। 
 সোহেল বলেন, আমার আর্থিকভাবে একটু দূর্বলতা রয়েছে। তাই আমি অল্প খরচের জন্য আমি রেলের কাছ থেকে এটা কৃষি লিজ নিয়েছি। কিন্তু এখানে তো বালু দিয়ে ভরাট করা। আর এটা অবৈধ বালু। তাই এলাকাবাসীর ইচ্ছায় আমি পুকুর খননের জন্য কাজ করি। আমার কাগজপত্র সব রয়েছে। যদি কর্তৃপক্ষ মনে করে আমি অবৈধভাবে করছি তাহলে আমাকে তারা যেই শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। আমার কাছে বৈধতা রয়েছি। তবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, রেলের জায়গা থেকে বালু কেটে বিক্রি করা হচ্ছে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ড্রাই আইস ফ্যাক্টরী এলাকার ঘটনাস্থলে গিয়ে বালু কাটা বন্ধ করি। যারা কাটছে তাদেরকে বৈধ কাগজপত্র ও বালি কাটার অনুমতির কাগজপত্র আনতে বলা হয়েছে।
 রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী বলেন, সরকারী বা ব্যক্তি মালিকানা যেই জমিই হোক সেখান থেকে বালি/মাটি কাটতে গেলে জেলা প্রশাসক বা ইউএনও’র অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া বালি বা মাটি কাটলে সেটা অবৈধ হবে। তবে ভবানীপুরে ড্রাই আইস ফ্যাক্টারীর রেলের লিজকৃত জমি থেকে বালি কাটার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।
 এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সরকারী লিজকৃত জায়গা থেকে বালি কাটার কোন এখতিয়ার কারোর নেই।

 

রাজবাড়ীতে রেমিট্যান্স যোদ্ধা দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
 রাজবাড়ী শহরের ভবানীপুরে রেলওয়ের জমি থেকে অবৈধভাবে বালি বিক্রির পাঁয়তারা
বালিয়াকান্দিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের  অভিযানে নিষিদ্ধ জাল জব্দ॥আগুনে পুড়িয়ে ধ্বংস
সর্বশেষ সংবাদ