ঢাকা রবিবার, আগস্ট ৩, ২০২৫
বালিয়াকান্দিতে উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৫-০৮-০২ ১৬:০৫:৫৯

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা বিএনপির আয়োজনে শুরু হয়েছে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী। 
 গতকাল ২রা আগস্ট বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু।
 উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়ার সঞ্চালনায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শহিন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ মিয়া, সহ-সভাপতি চৌধুরী মাহফুজুর কবীর জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, বাচ্চু মন্ডল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গাজী মনিরুজ্জামান মানিক, বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান আখতার ও যুবদলের সাবেক সভাপতি জাফর আলী মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
 বক্তব্য শেষে বালিয়াকান্দি উপজেলার ৭ ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে নতুন সদস্য সংগ্রহের ফরম তুলে দেন নেতৃবৃন্দ। এ সময় উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের তৃণমুল পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 বালিয়াকান্দিতে উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন
গোয়ালন্দ মোড়ে ৫ই আগস্টে বিজয়  র‌্যালী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাংশায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপজেলা প্রশাসন একাদশ চ্যাম্পিয়ন
সর্বশেষ সংবাদ