ঢাকা রবিবার, আগস্ট ৩, ২০২৫
গোয়ালন্দ মোড়ে ৫ই আগস্টে বিজয় র‌্যালী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৮-০২ ১৬:০৫:৩২

 আগামী ৫ই আগস্ট রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় মিল মাঠে বিএনপি’র বিজয় র‌্যালী ও মহাসমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ২রা আগস্ট বিকেলে গোয়ালন্দ মোড়ে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলা দল ও ওলামা দলসহ সকল অঙ্গ-সংগঠনের আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
 সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডঃ মোঃ আসলাম মিয়া বক্তব্য রাখেন।
 জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মালেক খানের সঞ্চালনায় এ সময় জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন,  গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সানোয়ার আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান মিঠু, গোয়ালন্দ পৌর যুবদলের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম, জেলা শ্রমিক দলের নেতা মোঃ রফিকুল ইসলাম, আলম, মোঃ ফজলুল হক, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের নেতা আবজাল, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদার, পৌর ছাত্রদলের সভাপতি আজিম ইসলাম, জেলা ওলামাদলের নেতা আল আমিন, গোয়ালন্দ মহিলা দলের নেত্রী জোসনা আক্তারসহ জেলা, সদর ও উপজেলা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
 সভায় বক্তারা আগামী ৫ই আগস্ট গোয়ালন্দ মোড়ে মিল মাঠে বিএনপি’র বিজয় র‌্যালী ও মহাসমাবেশকে সম্পন্ন করতে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে অংশগ্রহণ করার জন্য আহবান জানান। 
 তারা আরো বলেন, গত বছর ২০২৪ এর ৫ই আগস্টে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ পালিয়ে যায়। এই ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে তাড়ানোর জন্য এডঃ আসলাম মিয়ার নেতৃত্বে গোয়ালন্দ মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ৫ই আগস্ট ২০২৫ এই দিনে বিজয় র‌্যালী ও মহাসমাবেশের ডাক দেয়া হয়।

 বালিয়াকান্দিতে উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন
গোয়ালন্দ মোড়ে ৫ই আগস্টে বিজয়  র‌্যালী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাংশায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপজেলা প্রশাসন একাদশ চ্যাম্পিয়ন
সর্বশেষ সংবাদ