ঢাকা রবিবার, আগস্ট ৩, ২০২৫
রাজবাড়ীতে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৮-০২ ১৬:০৫:১১

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের অংশ হিসেবে রাজবাড়ীতে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ২রা আগস্ট সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
 অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে মায়েদের নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র ‘মাদার্স অফ জুলাই’ প্রদর্শন করা হয়।
 রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
 সমাবেশে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, শহীদ সাগরের বাবা মোঃ তোফাজ্জল হোসেন, শহীদ গণির স্ত্রী মোছাঃ লাকী আক্তার, জুলাই যোদ্ধা বালিয়াকান্দি উপজেলার পারভেজ মোল্লার মা পারুল বেগম, কালুখালী উপজেলার রাকিবুল ইসলামের মা জোসনা বেগম ও রাজবাড়ী সদরের টোকন মন্ডলের মা রিজিয়া বক্তব্য রাখেন।
 জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহর সঞ্চালনায় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য কুমার কীর্তনীয়া, জাতীয় গোয়েন্দা সংস্থার(এনএসআই) উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তারা, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা ও জুলাই গণ-অভ্যুত্থানে সন্তানদের অনুপ্রেরণা দেওয়া মায়েরা উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে মমতাময়ী মায়েদের অবদান অনস্বীকার্য। আন্দোলনের সময় মায়ের সামনে থেকে সন্তানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, মা জানে না সে সন্তানকে মেরে ফেলা হবে কিনা গুম করা হবে। তারপরও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে মায়েরা তাদের সন্তানদের সাহস জুগিয়েছেন, সমর্থন দিয়েছেন এবং প্রয়োজনে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। যাতে তাদের সন্তানরা একটি বৈষম্যহীন সমাজে বেড়ে উঠতে পারে। মায়েরা শুধু সন্তানদের সাহস ও সমর্থন দেননি, বরং আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে পুরুষতান্ত্রিক সমাজে আন্দোলনকে সফল করতে সহায়তা করেছেন। অনেক মা আন্দোলনকারীদের বাড়ীতে আশ্রয় দিয়েছেন এবং তাদেরকে খাবার সরবরাহ করেছেন। এ ঘটনা গুলোকে আমাদের হৃদয়ে পুনর্জাগরণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন।

 

রাজবাড়ীতে রেমিট্যান্স যোদ্ধা দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
 রাজবাড়ী শহরের ভবানীপুরে রেলওয়ের জমি থেকে অবৈধভাবে বালি বিক্রির পাঁয়তারা
বালিয়াকান্দিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের  অভিযানে নিষিদ্ধ জাল জব্দ॥আগুনে পুড়িয়ে ধ্বংস
সর্বশেষ সংবাদ