ঢাকা মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
  • সুলতানা আক্তার
  • ২০২৫-০৬-০৪ ১৫:৩৮:৩৭

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজবাড়ী জেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! ঈদ-উল-আযহা ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের প্রতীক। হযরত ইব্রাহিম(আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর স্মৃতিকে কেন্দ্র করে এ উৎসব আমাদেরকে আত্মোৎসর্গের অনন্য শিক্ষা দেয়। এ ঈদে আমরা যেন কোরবানির প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে আত্মশুদ্ধি অর্জন করি এবং সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এই হোক আমাদের অঙ্গীকার। 
পবিত্র ঈদ-উল-আযহার এ দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য ও বিভেদ। জেলা প্রশাসনের পক্ষ হতে জেলার সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ঈদ উদ্যাপনের আহ্বান জানাচ্ছি। পশু কোরবানির ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখা, বর্জ্য যথাস্থানে ফেলাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার সহযোগিতা প্রত্যাশা  করছি।
 আসুন, আমরা সকলে মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ঈদ-উল-আযহার আনন্দকে ভাগ করে নিই এবং আমাদের প্রিয় রাজবাড়ী জেলাকে শান্তি, উন্নয়ন ও সৌহার্দ্যরে আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলি।
(সুলতানা আক্তার)
জেলা প্রশাসক
রাজবাড়ী।

 

রাজবাড়ী সদর উপজেলা পরিষদের দুই কর্মচারী কর্তৃক  ৭ লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনায় চলছে তোলপাড়
রাজবাড়ী শহরের গোদার বাজারে পর্যটন পয়েন্ট পদ্মাপুলক উদ্বোধন
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
সর্বশেষ সংবাদ