ঢাকা মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
গোয়ালন্দের দেবগ্রামে পদ্মা নদীর ভাঙ্গনরোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৭-২৮ ১৫:২৮:১৯

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার এলাকার কাওয়াল জানি গ্রামে পদ্মা নদীর ভাঙ্গনে শতাধিক বিঘা কৃষি জমি বিলীন হয়েছে।
 ভাঙ্গন প্রতিরোধে গোয়ালন্দ উপজেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় জিও ব্যাগ ফেলছে।
 গতকাল ২৮শে জুলাই বিকেল ৪টার দিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপজেলা পাট কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ী নদী শাসনের দাবী জানিয়েছে।
 তারা অভিযোগ করেন, প্রতি বছর ভাঙ্গন শুরু হলে কর্তৃপক্ষ কিছু জিও ব্যাগ ফেলে দায় সারতে চায়। কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান হয় না। গত বছরও পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ ফেললেও, তা বর্ষায় পর্যাপ্ত ছিল না এবং অনেক জমি বিলীন হয়ে গেছে। 
 স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের চেয়ে দ্বিতীয় দফায় দুই সপ্তাহ আগে ভাঙ্গন শুরু হয়। মুন্সি বাজারের কাওয়াল জানি গ্রামের মাথায় প্রায় শতাধিক বিঘা কৃষি জমি নদীতে বিলীন হয়ে গেছে। এ সময় এলাকাবাসী উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে প্রাথমিকভাবে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু করা হয়।
 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় প্রাথমিকভাবে ভাঙ্গন স্থানে ১২ হাজার বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। ভবিষ্যতে ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ভাঙ্গন প্রতিরোধে আরো কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

 

গোয়ালন্দের দেবগ্রামে পদ্মা নদীর ভাঙ্গনরোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ
গোয়ালন্দে প্রবাসী ফোরামের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ
পাংশায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনালে বাহাদুরপুর বিজয়ী
সর্বশেষ সংবাদ