ঢাকা মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলবদ্ধতা পাংশা পৌরসভার চিত্র এখন এমনই
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-২৮ ১৫:২৭:৫৬

 নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নয়টি ওয়ার্ড নিয়ে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা। প্রায় অর্ধ লক্ষ জনঅধ্যুষিত পাংশা পৌরসভাটি ২০১১ সালে প্রথম শ্রেণীতে রূপান্তরিত হয়। কিন্তু পৌরবাসীর ঘাড়ে নিয়মিত করের বোঝা চাপালেও সেই তুলনায় বাড়েনি কোন নাগরিক সুবিধা।
 সরেজমিনে পৌর এলাকা ঘুরে দেখা যায়, ছোট বড় খানাখন্দে ভরা সড়ক। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতে ডুবে গেছে রাস্তা। অনেক স্থানে বসতবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকেছে পানি। কোন কোন স্থানে বছরের অর্ধেক সময় জমে থাকে ময়লা দুর্গন্ধযুক্ত পানি। ফলে শিশু থেকে বয়স্ক মানুষ পানি বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। 
 এলাকাবাসীর অভিযোগ, প্রথম শ্রেণির এই পৌরসভার বেশিরভাগ এলাকায় নেই পানির লাইন ও ড্রেনেজ ব্যবস্থা। এছাড়াও ৫০ ভাগ সড়কের সংস্কারের কাজ হয়নি দীর্ঘদিন।
 পৌরসভার বাসিন্দা আকাশ অধিকার বলেন, পাংশা পৌরসভার বেশিরভাগ এলাকায় ড্রেনেজ ব্যবস্থা নেই। যা আছে তার বেশিরভাগই অচল, ড্রেন দিয়ে পানি প্রবাহিত হয় না। শহরের ভিতর ড্রেনের উপর ঢাকনা নেই। দীর্ঘদিনেও কোন উন্নয়ন কাজ না হওয়ায় আমরা প্রচন্ড ভোগান্তিতে আছি। 
 পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা সানজিদা খাতুন বলেন, আমাদের এলাকায় ড্রেন নাই। পৌরসভার সাপ্লাইয়ের পানির লাইনও নাই। অথচ আমরা প্রথম শ্রেণীর পৌরসভায় বসবাস করি। আমার উঠানে পানি। ঘরে ঢুকতে হাঁটু পানি পাড়ি দিতে হচ্ছে। আমার ছোট ছেলে বার বার বলে আম্মু কবে পানি কমবে, আমি বাইরে খেলতে যাবো! বছরের প্রায় ছয় মাস এরকম পানিবন্দী থাকি আমরা। 
 পৌরসভার বাসিন্দা তাইজাল বলেন, পৌরসভা কি করে পৌরবাসীর ভোগান্তি দূর করবে। একটু বৃষ্টি হলে পৌরসভার মধ্যেই তো হাঁটু পানি হয়ে থাকে। যেখানে পৌরসভার ভেতরের পানি নিষ্কাশনেরই ব্যবস্থা নাই! সেখানে পৌরসভা বাসিন্দাদের জলাবদ্ধতা কি করে নিরসন করবে? 
 ভ্যান চালক কাদের বলেন, শহরের সব রাস্তাই ভাঙ্গা। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। খানাখন্দে ভ্যানের চাকা পরে প্রতিদিনই ভ্যান নষ্ট হচ্ছে।
পৌরবাসীর বেহাল দশার কথা স্বীকার করে পাংশা পৌরসভার প্রশাসক ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা জানান, ইতোমধ্যেই জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক সংস্কারে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
 তিনি বলেন, পাংশা পৌরসভা প্রথম শ্রেণীর হলেও এখানে নির্বাহী প্রকৌশলী ছিল না। তবে সম্প্রতি নির্বাহী প্রকৌশলী যোগদান করেছে। খুব তাড়াতাড়ি বড় প্রকল্পের মাধ্যমে পৌরবাসীর ভোগান্তি কমাতে ড্রেনেজ ব্যবস্থা সচল করা হবে। 
 তিনি আরও বলেন, ইতোমধ্যে আমি পৌরসভার ময়লা ফেলার নির্দিষ্ট স্থানের চারপাশে বাউন্ডারি করার প্রকল্প হাতে নিয়েছি। এতে করে ময়লার স্তূপ রাস্তার উপর চলে আসবে না, স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াবে না। 

 

কসবামাজাইলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলবদ্ধতা পাংশা পৌরসভার চিত্র এখন এমনই
ফরিদপুরে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ