জুলাই গণঅভ্যুত্থান ও পুনর্জাগরণের বর্ষপূর্তি উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আয়োজন করেছে।
গতকাল ২৮শে জুলাই বিকালে ১ম সেমি ফাইনালে পাংশা পৌরসভা ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বাহাদুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ। বাহাদুরপুর ইউনিয়ন ফুটবল একাদশের ১৪ নং জার্সি পরিহিত খেলোয়ার রনজু ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী তাকে মাছপাড়া খেলা ঘর কর্তৃক প্রদত্ত শুভেচ্ছা উপহার প্রদান করেন অতিথিবৃন্দ।
গতকাল সোমবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ আসলাম হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শামছুল আলম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির প্রাক্তন চেয়ারম্যান মোঃ চাঁদ আলী খান, পাংশা সরকারী কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ রোকুনুজ্জামান খান তপু ও গোলাম ফারুক, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদারসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন পাংশা আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব রফিকুল ইসলাম দিদার। তাকে সহযোগিতা করেন মোহাম্মদ আলী ও সিয়াম। শান্তিপূর্ণ পরিবেশে বহু দর্শক খেলা উপভোগ করেন।
আজ ২৯শে জুলাই পাংশা উপজেলা প্রশাসন ফুটবল একাদশ ও হাবাসপুর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে ২য় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৮ই জুলাই আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।