বাংলাদেশ সরকার কর্তৃক পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫জন সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল ২৮শে জুলাই সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান।
এছাড়াও মাউশির উপ-পরিচালক মোঃ শওকত হোসেন, রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সামছুন নাহার ছিদ্দিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাসসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীর মাঝে নগদ ৬ লক্ষ ৩৫ হাজার টাকাসহ সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।