ঢাকা মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
কসবামাজাইলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৫-০৭-২৮ ১৫:২৮:৩৭

 ‎রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়খোলা গ্রামে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আক্কাস আলী মন্ডল(৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 
 গত ২৭শে জুলাই দিনগত রাত ১১টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আক্রান্ত হয় আক্কাস আলী। পরে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহত আক্কাস আলী ওই গ্রামের মোঃ কহর আলী মন্ডলের ছেলে।
‎ পরিবার থেকে ‎জানানো হয়, প্রতিদিনের মতো খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন আক্কাস। রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ পায়ে ব্যথা অনুভব করেন তিনি। আলো জ্বালিয়ে দেখতে পান পা থেকে রক্ত বের হচ্ছে। পরে ধারণা করা হয় তাকে সাপে কেটেছে। এ সময় আশপাশে খোঁজাখুঁজি করে ঘরের মধ্যে ২টি বিষধর সাপ দেখতে পান। তারা সাপ দুটিকে মেরেও ফেলে। এরপর পরিবারের লোকজন দ্রুত তাকে স্থানীয় সাপুড়িয়ার কাছে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 কসবামাজাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লিয়াকত আলী মোল্লা বলেন, আক্কাস আলী মন্ডল আমার ওয়ার্ডের বাসিন্দা। গত রাতে তাকে সাপে কাটে। এরপর প্রাথমিক অবস্থায় তাকে কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়।পরে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এই অঞ্চলে সাপের উপদ্রব বেড়েছে। সকালে তাকে দাফন করা হয়েছে। 
 রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ বলেন, আমাদের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম রয়েছে। কারও সাপে কাটা সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে।

 

কসবামাজাইলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলবদ্ধতা পাংশা পৌরসভার চিত্র এখন এমনই
ফরিদপুরে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ