ঢাকা মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
রাজবাড়ী শহরের গোদার বাজারে পর্যটন পয়েন্ট পদ্মাপুলক উদ্বোধন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৬-০৬ ১৭:২৮:২২

রাজবাড়ী শহরের গোদার বাজারে পদ্মা নদীর পাড়ে গতকাল ৬ই জুন বিকেলে পর্যটন পয়েন্টে ‘পদ্মাপুলক’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
 রাজবাড়ী পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
 বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল ও অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান স্বাগত বক্তব্য রাখেন।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমাদের ছোট ছোট প্রচেষ্টা গুলো আপনাদের জন্য অর্থাৎ রাজবাড়ীবাসীর জন্য। যেই জেলার যেটা থাকে সেখান থেকে সম্ভবনা খুঁজে নিতে হয়। সেখান থেকেই তাকে পর্যটনের জায়গা বের করে নিতে হয়। আমাদের রাজবাড়ীতে আছে অনিন্দ্য সুন্দর এক পদ্মার পাড়। আমাদের সামর্থ্যের মধ্যে এখানে পর্যটকদের বসার জন্য ১০টি বেঞ্চ বসিয়েছে, গোলঘর করেছি। ওয়াশ ব্লকের কাজ চলমান আছে। পাশেপাশি রাতে আলোর ব্যবস্থার জন্য এখানে সোলার লাইট বসানো হবে। আমাদের অল্পকিছু সামর্থ্যরে মধ্যে আমরা চেষ্টা করেছি এই গোদার বাজার পর্যটন পয়েন্টকে সুন্দর করার। আমরা যতটুকু করেছি এটা ধরে রাখার দায়িত্ব আপনাদের সবার। এগুলো রক্ষণাবেক্ষণ আপনাদেরকেই করতে হবে।
 তিনি আরও বলেন, আজ আমরা এখানে পদ্মাপুলক অবগুণ্ঠন উন্মোচন করলাম। এখানে পর্যটকরা এসে ছবি তুলতে পারবে। বসে নদী উপভোগ করতে পারবে। মূলত পর্যটকদের জন্যই আমাদের এই ছোট প্রয়াস।
 আলোচনা সভা শেষে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা পদ্মপুলক উদ্বোধন করেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
 জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার পলাশ উদ্দিনের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, এনডিসি নাহিদ আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংকন পাল, শাহেদ খান, জেলা প্রশাসকের কমকর্তা ও স্থানীয় গণমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

রাজবাড়ী সদর উপজেলা পরিষদের দুই কর্মচারী কর্তৃক  ৭ লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনায় চলছে তোলপাড়
রাজবাড়ী শহরের গোদার বাজারে পর্যটন পয়েন্ট পদ্মাপুলক উদ্বোধন
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
সর্বশেষ সংবাদ