ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান(ডিগ্রি পাস কোর্স) করার এক দফা দাবীতে রাজবাড়ীতে ফের বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেছে ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
গতকাল ৩০শে এপ্রিল দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের ক্যাম্পাসে সরকারী নার্সিং ইনস্টিটিউট ও আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করে।
এ সময় শিক্ষার্থীরা বৈষম্যের ঠাঁই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জেগেছে রে জেগেছে ডিপ্লোমার জেগেছে, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, এসো বোন এসো ভাই, ডিপ্লোমা কে ডিগ্রি চাই, আপোষ না সংগ্রাম- সংগ্রাম সংগ্রাম, দিয়েছি তো রক্ত-আরও দেবো রক্ত, এক দুই তিন চার-হালিমা তুই গদি ছাড় ইত্যাদি শ্লোগান দিতে থাকে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালের ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ সমাবেশে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ মানিক মিয়া, কোকিলা দেবনাথ, বিজয় বিশ্বাস, রবিউল ইসলাম, ইন্টার্ন শিক্ষার্থী শারমিন আক্তার এবং আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান, সাখাওত হোসেন, সোনিয়া পারভীন ও দিশা বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এইচএসসি’র পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) সমমান চাই। বিএনএমসিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচী পালনরত নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীদের ওপর বিএনএমসি-এর রেজিস্ট্রারের পরোক্ষ মদদে পুলিশের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা রেজিস্ট্রারের পদত্যাগ ও ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবী জানাচ্ছি।
শিক্ষার্থীরা আরও বলেন, উচ্চ মাধ্যমিক পাশের পর আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হয়। এরপর তিন বছর লেখাপড়ার পর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬ মাসের ইন্টার্নশিপ করতে হয়। কিন্তু চাকরীর বাজারে আমাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ বলে বিবেচনা করা হয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমান করতে হবে। অন্যথায় ধারাবাহিক আন্দোলন কর্মসূচী ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।