রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর বিলপাড়ায় গতকাল ৩০শে এপ্রিল রাত সাড়ে ৮টায় কাঙালিনী সুফিয়া একাডেমি ও জাদুঘর উদ্বোধন করা হয়েছে।
কাঙালিনী সুফিয়া একাডেমি চত্বরে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার একাডেমি ও জাদুঘর উদ্বোধন করেন। এর আগে জেলা প্রশাসক সুলতানা আক্তার কাঙালিনী সুফিয়ার একাডেমি ও জাদুঘর পরিদর্শন করেন।
কাঙালিনী সুফিয়া একাডেমির উপদেষ্টা সদস্য মোঃ রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী কাঙালিনী সুফিয়া।
শিল্পী কাঙালিনী সুফিয়া বলেন, আমি মরে গেলেও যেনো এই একাডেমিটা থাকে। সরকারের মাধ্যমেই থাকবে, সরকারই চালাবে। এখানে একটি কমিটি গঠন করা হবে। একটি ইলেকশনের মাধ্যমে যে পাশ করবে সে এই একাডেমির সেক্রেটারী হবে। এটিই আমার পরিকল্পনা। আমার এই একাডেমি যেনো সরকার ভালো করে তৈরি করে দেই এটাই আমার দাবি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমার মনের তাগিদ থেকে এখানে আসা। সকলের সহযোগিতায় আজকের এই সুন্দর আয়োজন। এখানে আজকের এই অনুষ্ঠান উপলক্ষে যে সাজসাজ রব তা আমার ভালো লেগেছে। আমাদের ছেলেবেলায় আমরা তার গান গুনগুন করে গায়তাম। কাঙালিনী সুফিয়া শুধু রাজবাড়ীর না সে জাতীয় এবং আন্তর্জাতিক ঐতিহ্য। আমাদের শিক্ষা সংস্কৃতি বা কালচার আমরা এখনো সেভাবে মূল্যায়ন করতে পারিনি বা শিখিনি। যে কারণে তার মতন মানুষরা যে অবস্থায় আছে যতটা সম্মান তারা প্রাপ্য আমরা সেটা দিচ্ছি কিন্তু তার থেকে আরও বেশি তারা প্রাপ্য। রাজবাড়ীর ইতিহাস ঐতিহ্যর সাথে কাঙ্গালিনী সুফিয়ার মত মানুষ সব সময় থাকবে। তাকে আমরা দেখেছি। তার আঙিনায় এসে পা রাখার সৌভাগ্য হয়েছে। আমি মনে করব এটা আমাদের জীবনের একটি অনন্য প্রাপ্য।
জেলা প্রশাসক আরও বলেন, কাঙালিনী সুফিয়া আমাকে অনেকগুলো অনুরোধ করেছেন। জেলা প্রশাসক হিসেবে আমি চেষ্টা করব আমার সাধ্যের ভেতর থেকে তার অনুরোধগুলো রাখার। কাঙ্গালিনী সুফিয়া একজন গুণী শিল্পী। কাঙালিনী সুফিয়ার স্মৃতি রক্ষার্থে আমরা জেলা প্রশাসন তার পাশে সবসময় আছি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাউলদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।