বাংলাদেশ পুলিশে কর্মরত সকল সদস্যদের পদমর্যাদা ভিত্তিক এক সপ্তাহ মেয়াদী(অন দ্যা জব ট্রেনিং) প্রশিক্ষণ কর্মসূচী চালু করার নির্দেশনার প্রেক্ষিতে রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিলসেডে কনস্টেবল ও নায়েকদের ১৫তম ব্যাচের ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ শুরু হয়েছে।
গতকাল ২০শে এপ্রিল সকালে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম।
এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মমিনুল ইসলাম, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।