ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে জেলা পুলিশের প্যারেড ও কল্যাণ এবং পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-২১ ১৭:৪৬:১২

রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গতকাল ২১ শে এপ্রিল পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডের অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম (সেবা)।
কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার। প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের উপর ভিত্তি করে পুরস্কৃত করেন।
এসময় পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম বলেন, প্যারেড বাংলাদেশ পুলিশের সৌন্দর্য এবং ঐতিহ্যের অংশ। তিনি প্যারেড অনুশীলন, শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বানসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। 
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা, অস্ত্রাগার, রেশন স্টোর পরিদর্শন করে করণীয় সংক্রান্তে দিকনিদের্শনা প্রদান করেন। এসময় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার।
মাষ্টার প্যারেডে শেষে পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।
পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক হিসাবে পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অপরাধ পর্যালেচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান,সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা এবং রাজবাড়ীর সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, কোর্ট পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, টিআই তারক চন্দ্র পাল, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ,তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ