ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম বুড়োর বিভিন্ন ইউপিতে গণসংযোগ অব্যাহত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৪-২২ ১৯:২০:০৬

আসন্ন রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বিভিন্ন ইউপিতে গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন।
জানা যায়, পাংশা উপজেলা চেয়ারম্যান প্রার্থী খন্দকার সাইফুল ইসলাম বুড়ো গতকাল ২২শে এপ্রিল প্রথমে কশবামাজাইল ইউনিয়নে গণসংযোগ করেন। এরপর পর্যায়ক্রমে তিনি উপজেলার কলিমহর, বাহাদুরপুর, হাবাসপুর, যশাই ইউনিয়ন ও পাংশা পৌরসভার ৭নং ওয়ার্ডে গণসংযোগ করেন।
 গণসংযোগকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে মোটর সাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। উল্লেখিত স্থানসমূহে গণসংযোগ ও পথসভায় সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, খন্দকার সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান। এবারে তিনি মাছপাড়া ইউপির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করার মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচার-প্রচারণার ফলে তার পক্ষে ব্যাপক জনমত গড়ে উঠছে।
প্রসঙ্গত ঃ আগামী ৮ই মে পাংশা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। চেয়ারম্যান পদে পাংশা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ ও খন্দকার সাইফুল ইসলাম বুড়ো চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয়েই জনমত গঠনে মাঠে রয়েছেন। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ