ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
কালুখালীতে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন জেলা সিভিল সার্জন
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-২২ ১৯:২৭:২৬

স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিএইচ অপারেশনাল প্লানের আওতায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে পাঁচ দিনব্যাপী ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জরায়ুর মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচীর বিশেষ ভায়া ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। 
গতকাল ২২শে এপ্রিল উপজেলার একাধিক কমিউনিটি ক্লিনিকে বিশেষ ভায়া ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন।
  এসময় উপজেলার রায়নগর কমিউনিটি ক্লিনিক, পাড়াবেলগাছি কমিউনিটি ক্লিনিক ও রাবেয়া হোসেন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি। 
পরিদর্শনকালে কালুখালীর ইউএইচএফপিও ডাঃ ইসরাত জাহান উম্মন, এফপিও সুতপা কর্মকার, এমওডিসি ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন খান, স্বাস্থ্য পরিদর্শক সাধনা রানী বিশ্বাস উপস্থিত ছিলেন।
জানা গেছে, কর্মসূচীর দ্বিতীয় দিনে রায়নগর  পাড়াবেলগাছি, কালিকাপুর ও রাবেয়া হোসেন কমিউনিটি ক্লিনিকে মোট ৫০৭ জনের ভায়া পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদের ২ জনের ভায়া পজিটিভ ও ১ জনের সিবিই টেস্ট পজিটিভ হয়েছে। ক্লিনিক সমূহে এসএসএন মৌসুমী আক্তার, এসএসএন হাফিজা আক্তার, এসএসএন জিন্নাতুন নেছা, সিএইচসিপি প্রিয়া রায়, মোহাম্মদ খাইরুল ইসলাম, স্বাস্থ্য সহকারী তোবারক দেওয়ান সহযোগী হিসেবে কাজ করেন।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন জানান, পাঁচ দিনব্যাপী বিশেষ এই ভায়া ক্যাম্প উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে পরিচালিত হবে। ক্যাম্পে পরীক্ষার পাশাপাশি রোগের সমস্যা অনুযায়ী তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে। প্রথম দিনেই রোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাধুবাদ জানান তিনি।

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ