ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
কালুখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ওহাব গ্রেফতার
  • মনির হোসেন
  • ২০২০-১০-০৯ ১৪:১৯:৫৫
কালুখালী থানা পুলিশ গত ৮ই অক্টোবর সন্ধ্যায় অভিযান চালিয়ে গণধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল ওহাব মন্ডলকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশের অভিযানে গণধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল ওহাব মন্ডল(৪২) গ্রেফতার হয়েছে। 
  গত ৮ই অক্টোবর সন্ধ্যায় কালুখালী থানার নবাগত ওসি মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল ওহাব মন্ডল একই উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর চরপাড়া গ্রামের আলী বক্স মন্ডলের ছেলে।
  পুলিশ জানায়, নিজ এলাকার এক নারীকে গণধর্ষণের মামলায় আব্দুল হক মন্ডল ২০০৮ সালে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। এরপর থেকে সে পলাতক ছিল।   

রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্তে বিশেষ ব্রিফিং
রাজবাড়ীতে ৯৪টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
সর্বশেষ সংবাদ