ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
বৃষ্টির আশায় রাজবাড়ীতে বিশেষ নামাজ আদায়
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-২৫ ১৭:৫৫:৫২

দুর্বিসহ তাপদাহে পুড়ছে ফসলের মাঠ, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টি কামনা করে তীব্র রোদে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ আদায় করেছে রাজবাড়ীর হাজারো মুসল্লী। 
 গতকাল ২৫শে এপ্রিল সকালে সম্মিলিত ওলামা মাশায়েখ রাজবাড়ীর আয়োজনে শ্রীপুর ভাটার মাঠে ইসতিসকার বিশেষ নামাজ আদায় করা হয়। এ নামাজ শেষে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা ও বৃষ্টি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 নামাজ ও দোয়া পরিচালনা করেন কাজীকান্দা জামে মসজিদের ইমাম ও খতিম মাওলানা সায়্যাদ আহমেদ। মোনাজাতে হাজারো মুসল্লী অংশগ্রহণ করে।
 নামাজের পূর্বে রাজবাড়ী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ ত্যাইয়াবী, ভান্ডারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোহাম্মাদ সিরাজুম্মুনির, সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ লিয়াকত হোসাইন, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ সিয়াম হুসাইন, মরডাঙ্গা সেকেন্দারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ ও দাদশী ইউপি’র সাবেক চেয়ারম্যান হাফেজ মাওলানা লোকমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ