বালিয়াকান্দি উপজেলা শ্রমিক লীগের আয়োজনে গতকাল ১লা মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সকালে দিবসটি উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে সামনে জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
বালিয়াকান্দি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তারেক বাবলুর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা বক্তব্য রাখেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি আব্দুস সাত্তান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, হারুন-অর রশিদ হারুন, মহিলা আওয়ামী লীগের সভাপতি বাসন্তী স্যানাল, নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত সকল শ্রমিকদের আত্মার শান্তি কামনা করে ১মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা বাহাউদ্দিন।
এ সময় বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।