ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে দুই ব্যাংকের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০৫-০১ ২২:৫৪:৪৯

রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে গতকাল ১লা মে সকালে সাউথইস্ট ব্যাংক রাজবাড়ী শাখা ও ব্র্যাক ব্যাংক রাজবাড়ী শাখার মাঝে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
 জানা গেছে, প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাউথইস্ট ব্যাংক রাজবাড়ী শাখা পিএলসি। তারা নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান করে। ১৪৭ রানের টার্গেট নিয়ে ব্যাটিং এ নামে ব্র্যাক ব্যাংক রাজবাড়ী শাখা। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান করে। সাউথইস্ট ব্যাংক রাজবাড়ী শাখা ২৯ রানে জয়লাভ করে। খেলায় ৩৮ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয় সাউথইস্ট ব্যাংক শাখার বকুল। খেলা শেষে দুই দলের মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি দেওয়া হয়।
 খেলায় সাউথইস্ট ব্যাংক রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান, সাউথইস্ট ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক মোঃ মুরাদ রহমান, ব্র্যাক ব্যাংক রাজবাড়ী শাখার ব্যবস্থাপক কৃপাময় সাহা, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগসহ উভয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ