রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন রাজবাড়ীর আহ্বায়ক কমিটি(রাবিয়ান রাজবাড়ী) গঠনের লক্ষ্যে গত ১৩ই এপ্রিল বিকাল ৪টায় ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে গতকাল ২রা মে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
আবু মুসা বিশ্বাসের সভাপতিত্বে রাজবাড়ীস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আলোচনা ও মতামতের প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে রাজবাড়ী সরকার কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ সালাম মন্ডলকে সভাপতি ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক চৌধুরী আহসানুল করিম হিটুকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক কালুখালী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবুল হাসান রানা ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ একেএম ইকরামুল করিম।
অর্থ সচিব করা হয়েছে রাজবাড়ী জর্জ কোর্টের আইনজীবী এডঃ মোস্তফা কবীরকে। এছাড়াও সদস্য করা হয়েছে মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাজ্জাকুল আলম, রাজবাড়ী সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আশরাফ হোসেন খান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কল্লোল কুন্ডু, বালিয়াকান্দি সরকারী কলেজের ভূগোল বিভাগের প্রভাষক আলিম আল রাজি, রাজবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মোঃ আতিকুল ইসলাম চৌধুরী রতন, বেলগাছি আলিমুজ্জামান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ চৌধুরী, কালুখালী সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ মনজুর রহমান মিয়া, ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিরুনা বানু, ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান সরদার, পাংশা সরকারী কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মনজুরুল ইসলাম, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আজিজুল ইসলাম মিলন ও রাজবাড়ী পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা শাহনাজ পারভীন।