ঢাকা শুক্রবার, মে ১৭, ২০২৪
রাজবাড়ীর ডিম্পল আইসক্রীম ফ্যাক্টরীকে ভোক্তার জরিমানা
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৫-০২ ১৭:৫০:০৫

রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা এলাকার ডিম্পল আইসক্রীম ফ্যাক্টরীকে গতকাল ২রা মে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি অভিযানে ১৫হাজার টাকা জরিমানা করেছে।
 জানা গেছে, পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা এবং খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করার অপরাধে এ জরিমানা করা হয়। 
 জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ বাজার তদারকি অভিযান পরিচালনা করেন। 
 এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

রাজবাড়ীতে বালুর চরম সংকটে ছয় মাসে দাম বেড়ে দ্বিগুণ॥ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজ
রাজবাড়ী সদর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
রাজবাড়ীতে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের প্রশিক্ষণ সনদ বিতরণ
সর্বশেষ সংবাদ