ঢাকা মঙ্গলবার, মে ১৩, ২০২৫
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৫-০২ ১৭:৫১:৫৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বলরামপুর এলাকা থেকে গত ১লা মে দিবাগত মধ্যরাতে অবৈধ বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ মিজানুর রহমান বকুল(৪৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। 
 গ্রেফতার মিজানুর রহমান বকুল পাংশা উপজেলার বলরামপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। সে ওই এলাকার সাবেক মেম্বার। 
 ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, পাংশাসহ আশেপাশের এলাকায় আসামী বকুল জনমনে ত্রাস সৃষ্টি করে নানান রকম অপকর্মসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার হেফাজতে থাকা আমেরিকান তৈরি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। 
 গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।

গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের  ওপর হামলার মামলায় সুজ্জল-সোহেল জেল হাজতে
নাশকতার মামলায় রতনদিয়া ইউনিয়ন  যুবলীগের সেক্রেটারী মিজানুর গ্রেফতার
গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফের যোগদান
সর্বশেষ সংবাদ