আসন্ন গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক পেয়ে গতকাল ৩রা মে সকাল থেকেই চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তফা মুন্সী গণসংযোগ শুরু করেছেন।
উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা, ফেরী ঘাটসহ কয়েকটি স্থানে গণসংযোগ করেন।
গণসংযোগকালে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোসারফ প্রামানিক, সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রশিদ টিটো প্রমুখ উপস্থিত ছিলেন।
গণসংযোগ কালে ভোটারদের উদ্দেশ্যে মোস্তফা মুন্সী বলেন, আগামী ২১ মে গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আমি আনারস প্রতীক পেয়েছি। আপনাদের সকলের ভোট, সমর্থন ও দোয়া কামনা করছি। তিনি আরও বলেন, বিগত সাড়ে ৩বছর উপজেলা চেয়ারম্যান থেকে আমি সবসময় চেস্টা করেছি আপনাদের পাশে থাকতে। তাই আগামীতে গোয়ালন্দ উপজেলাকে আধুনিক উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করছি।