রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে ওয়াজ মাহফিলের খিচুরী খেয়ে ১২জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল ১০ই মে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রোকনুজ্জামান।
জানা গেছে, গত ৯ই মে দিনগত মধ্যরাত ১টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি থাকা ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা হলেন- মালেক সেখ(৫৫), শহিদুল ইসলাম(৭০), কাউছার(২৫), রিয়াজুল(৬), শিল্পীসহ ১২ জন।
হাসপাতালে ভর্তি থাকা ডায়রিয়া আক্রান্ত রোগী মালেক সেখ(৫৫) এর ভাগ্নে শিক্ষক নজরুল ইসলাম বলেন, গত ৯ই মে রাতে মামাসহ ১০/১২ জন ভক্ত রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে ওয়াজ মাহফিল শুনতে যায়। সেখানে থাকা তবারকের খিচুরী খেয়ে তাদের বার বার পাতলা পায়খানা শুরু হলে অসুস্থ্য হয়ে মামা গোয়ালন্দ হাসপাতাল ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। কিছু রোগীকে রেফার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে ভর্তি রোগী শহিদুল ইসলাম(৭৫) বলেন, খানখানাপুরে আমার এক আত্মীয়র বাড়িতে রাত ছিলাম। পরে কালকে রাতে ওয়াজ মাহফিল শুনে তবারক খেয়ে পাতলা পায়খানা শুরু হলে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি আছি। আমার সাথে পরিবারের কোন লোক নেই।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রোকনুজ্জামান বলেন, একই পরিবারের ১২জন রোগী রাতে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন। গুরুতর অসুস্থ্য কিছু রোগীকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল ও কিছু রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন।