ভারতে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গতকাল রবিবার ৭০ লাখ ছাড়িয়েছে। ফলে ভারত বিশ্বের সবচেয়ে বেশী করোনা আক্রান্ত যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার কাছাকাছি পৌঁছেছে।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যানে দেখা যায়, গতকাল রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৭০ লাখ ৫০ হাজার। যুক্তরাষ্ট্রের পরে এই সংখ্যা সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৭৬ লাখ ৭০ হাজার।
বিশেষজ্ঞরা বলেছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা আরো বেশী হতে পারে, ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে টেস্টের হার অন্য অনেক দেশের চেয়ে কম।
ভারতে গতকাল রবিবার পর্যন্ত মোট ১লাখ ৮ হাজার ৩৩৪ জন মারা গেছে, এই সংখ্যা যুক্তরাষ্ট্র এবং সবচেয়ে বেশী আক্রান্ত অন্যান্য দেশের চেয়ে তুলনামূলক কম।
যুক্তরাষ্ট্রে করোনায় ২ লাখ ১৪ হাজার লোকের মৃত্যু হয়েছে, ভারতের চেয়ে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ২০ লাখ কম, তবে দেশটিতে ১লাখ ৫০ হাজার লোকের মৃত্যু হয়েছে।