ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
গোয়ালন্দে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর মতবিনিময়
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৫-১৫ ১৫:৩৯:০৯

 আসন্ন দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গতকাল ১৫ই মে দুপুরে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তফা মুন্সী। 

 জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তফা মুন্সী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

 গোয়ালন্দের মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে ইন্ডাস্ট্রিজ পরিচালক মোঃ সেলিম মুন্সী।

 মতবিনিময় সভায় গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন, সাবেক সভাপতি গণেশ পাল, রাশেদুল হক রায়হান, সহ-সভাপতি মোঃ হেলাল মাহমুদ, শেখ রাজিব, সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ, সাবেক সাধারণ সম্পাদক উদয় দাস, কোষাধ্যক্ষ মোঃ কুদ্দুস-উল-আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অন্যান্য সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

 মতবিনিময় সভায় মোঃ মোস্তফা মুন্সী বলেন, গোয়ালন্দের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বিতীয় বারের মতো তিনি এবারও নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নির্বাচিত হলে সমাজে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, নারী নির্যাতন, অপহরণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন। নদী শাসন, শিক্ষা, যোগাযোগ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ বিভিন্ন ব্যবস্থার সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন, আনারস প্রতীকে প্রতিটি কেন্দ্রে গিয়ে ভোটারা ভোট দিবে এটা আশাবাদী। বিগত সাড়ে তিন বছর উপজেলা চেয়ারম্যানের পদে থেকে কতটা উন্নয়ন করেছি সেটা জনগণ জানে এবং দেখেছে। জনগণ তাদের মহামূল্যবান ভোট দিয়ে প্রমাণ করবে।

 
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ