আসন্ন দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী নাহিদুল আলম রাজু ‘গ্যাস সিলিন্ডার’ প্রতীকে ভোট চেয়ে গতকাল ১৭ই মে বিকালে রাজবাড়ীর ডায়াবেটিস হাসপাতালে ও লক্ষীকোল রাজার বাড়ি স্কুল মাঠে সদর উপজেলার ভোটারবৃন্দের ব্যানারে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মোঃ হাসান, ভাইস চেয়ারম্যান প্রার্থী নাহিদুল আলম রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু বলেন, আজকে আমরা তীব্র গরম উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছি রাজুর পক্ষে ভোট চাওয়ার জন্য। রাজু আমার ছোট ভাই। আমি ব্যক্তিগত ভাবে তাকে পছন্দ করি। কারণ রাজু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, খেলাধুলা করে, মানুষের বিপদে আপদে পাশে থাকে, ন্যায়ের পক্ষে থাকে। এই নির্বাচনে রাজু ভাইস চেয়ারম্যান প্রার্থী। দলীয় ভাবে রাজু সমর্থন পেয়েছে।
ভাইস চেয়ারম্যান প্রার্থী নাহিদুল আলম রাজু বলেন, আগামী ২১শে মে নির্বাচনে আমি গ্যাস সিলিন্ডার প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমি নির্বাচিত হলে আপনাদের বিপদে আপদে পরিবারের সন্তান হিসেবে, ভাই হিসেবে পাশে থাকবো ইনশাআল্লাহ।