ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইফুল গ্রেফতার
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৫-১৭ ১৫:৫৬:০৭

রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সাইফুল ইসলাম (৪৫)কে গত ১৬ই মে দিনগত রাতে সদর থানা পুলিশ শহরের কাজীকান্দা এলাকার ভাড়া বাসা থেকে গ্রেফতার করেছে । 

 জানা গেছে, গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম বগুড়া জেলার রহমান নগর হাফিজ রহমান সড়কের মৃত এফ এন আব্দুর রবের ছেলে। সে বর্তমানে রাজবাড়ী পৌর শহরের কাজীকান্দা গ্রামে ভাড়া বাসায় বসবাস করতো।

 রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইফতেখারুল আলম প্রধান বলেন, গত ১৬ই মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী শহরের কাজীকান্দা এলাকায় থানার পুলিশ দল অভিযান চালিয়ে এনআই এ্যাক্টের(চেক ডিজঅনার) মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করে।

 তিনি আরো বলেন, তার বিরুদ্ধে রাজবাড়ী আদালতে ২০১৮ সালে এনআই এ্যাক্টের ১৩৮ ধারায় মামলা করেন রাজবাড়ী শহরের কাজীকান্দা এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রশিদ। ২০১৯ সালের ২৩শে এপ্রিল যুগ্ম-দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ শাহরিয়ার মামলার রায়ে আসামীকে ১বছরের বিনাশ্রম করাদন্ডসহ ২২ লাখ ৫১ হাজার টাকার জরিমানার আদেশ প্রদান করেন। রায়ের পর থেকে আসামী দেশের বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘ ৫বছর পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে গতকাল ১৭ই মে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 মামলা সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদের কাছ থেকে ব্যবসার জন্য ২০১৪ সালে আসামী মোঃ সাইফুল ইসলাম ২২ লাখ ৫১ হাজার টাকা ধার নেন। কিন্তু টাকা নেওয়ার কয়েক বছর পার হলে টাকা ফেরত না দিলে আব্দুর রশিদ আসামী সাইফুলকে চাপ দিতে থাকে। এভাবে প্রায় ৪বছর চলে যাওয়ার পর আসামী মোঃ সাইফুল ইসলাম তার দেনা পরিশোধের জন্য ১/১/২০১৮ তারিখে নিজ নামীয় ব্র্যাক ব্যাংক রাজবাড়ী শাখার হিসাব থেকে ২২ লাখ ৫১ হাজার টাকার চেক স্বাক্ষর পূর্বক মোঃ আব্দুর রশিদকে প্রদান করেন। চেকটি নগদায়নের জন্য আব্দুর রশিদ ১৪/১/২০১৮ তারিখে ব্যাংকে জমা দিলে আসামী সাইফুলের হিসাবে টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিল মর্মে চেকটি ডিজঅনার করে। পরে তিনি আসামী বরাবর লিগ্যাল নোটিশ প্রদান করে। কিন্তু আসামী সাইফুল লিগ্যাল নোটিশটি গ্রহণ না করলে তা ফেরত আসলে ভুক্তভোগী আব্দুর রশিদ ৭/৩/২০১৮ তারিখে রাজবাড়ীর ১নং আমলী আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ দায়রা জজ মামলাটি গ্রহণ করে বিচার নিষ্পত্তির জন্য যুগ্ম দায়রা জজ আদালতে প্রেরণ করেন। আদালতে ৮/৩/২০১৮ তারিখে আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ শুনানী শেষে ও সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে এনআই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামী সাইফুল ইসলামকে দোষী সাব্যস্থ করে ২০১৯ সালের ২৩শে এপ্রিল যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ শাহরিয়ার ১বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২২ লাখ ৫১ হাজার টাকার জরিমানার আদেশ প্রদান করে। রায় ঘোষণার পর আসামীর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে আদালত। রায় ঘোষণার আগে থেকেই আসামী সাইফুল পলাতক ছিলো।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ