ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৫-১৯ ১৫:১১:৪২

 রাজবাড়ীতে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের গতকাল ১৯শে মে আনুষ্ঠানিক ভাবে র‌্যাংক ব্যাজ পড়ানো হয়েছে। 

 রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ে তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ পিপিএম(সেবা)। এ সময় তিনি পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।

 জানা গেছে, রাজবাড়ী জেলায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মোঃ হুমায়ুন রেজা ও মোঃ আবুল হোসেন ইন্সপেক্টর পদে এবং সার্জেন্ট জয়দেব সাহা ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন।  

 র‌্যাংক ব্যাজ পড়ানো শেষে রাজবাড়ীর পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্তদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

 এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ