রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৯শে মে সকালে কলেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোঃ আব্দুল হান্নান, এলজিইডর নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদ কবির, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল আমিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবায়েত মোঃ ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তারের উপ-পরিচালক আজমীর হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, জেলা মৎস অফিসার মোঃ মশিউর রহমানসহ বিভিন্ন সরকারী দপ্তর প্রধানগণ তাদের বিভাগের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমরা ইতিমধ্যে রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী উপজেলা পরিষদের নির্বাচন আপনাদের সকলের সহযোগিতায় সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করেছি। আমি আশা করি আগামী ২১শে মে রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলার উপজেলা পরিষদের নির্বাচনও সকলের সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।
তিনি আরো বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ে উল্লেখিত গোপনীয় তথ্য ছাড়া অন্য যে কোন তথ্য আবেদনকারীকে প্রদান করা সকল দপ্তরের কর্তব্য। এক্ষেত্রে আবেদনকারীর তথ্য যদি সরকারী গোপনীয় তথ্য হয় তাহলে তাকে জানাতে হবে তথ্যটি গোপনীয় সুতরাং সেটি প্রদান করা সম্ভব হচ্ছে না অথবা তথ্যটি যদি ওয়েব সাইটে থাকে তাকে তবে তাকে তথ্যটি ওয়েব সাইট থেকে নেওয়ার কথা জানাতে হবে। সে জন্য আমাদের সকল সরকারী দপ্তরের ওয়েব সাইটগুলো নিয়মিত আপডেট করতে হবে। যদি আমরা কোন কারণে তথ্য আবেদনকারীকে তথ্য প্রদান না করি আর তিনি যদি তথ্য কমিশনে আবেদন করেন আর বিষয়টি যদি প্রমানিত হয় তবে সেক্ষেত্রে তথ্য কমিশন সংশ্লিষ্ট দপ্তরের তথ্য প্রদানকারী কর্তপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে।
তিনি বলেন, বর্তমানে দেশে মৃদু থেকে মাঝারী তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যার কারণে ফসলের অনেক ক্ষতি হচ্ছে। আবার এই তাপ প্রবাহের কারণে পুকুর, খাল, বিলের পানি শুকিয়ে যাওয়ার কারণে পাট কাটার মৌসুম পাট জাগ দেওয়া কৃষকদের জন্য অনেকটা কষ্টসাধ্য হবে। কৃষকরা যাতে পাট জাগ দিতে পারে সে জন্য সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি তার বক্তব্যে জেলার সকল সরকারী দপ্তরের উন্নয়ন ও জনগণকে সেবা প্রদানে আরো বেশী উদ্যোগী হয়ে কাজ করার আহবান জানান।
এছাড়াও সভায় নদী ভাঙ্গন প্রতিরোধ, সড়ক মেরামত, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ পরিস্থিতি, মৎস সংরক্ষণ, জেলার স্বাস্থ্য ব্যবস্থা, জেলা পুলিশের অবকাঠমো নির্মার্ণে ভূমি অধিগ্রহণ, ৫ই জুন বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন কর্মসূচী, জেলার শিক্ষা কার্যক্রম, সদর হাসপাতালের বিভিন্ন কার্যক্রম, বিসিক শিল্প নগরীতে বিভিন্ন রুগ্ন প্রতিষ্ঠানে চুরি সংশ্লিষ্ট বিষয়, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের ভাতা প্রদানসহ বিভিন্ন কর্যক্রমসহ বিভিন্ন সরকারী দপ্তরের বিভিন্ন বিষয় এবং পূর্বের সভার গ্রহীত সকল সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।